বৌদ্ধ ও জৈন ধর্ম

Show Important Question


21) Where did the Second Buddhist Council take place? / দ্বিতীয় বৌদ্ধ মহাসম্মেলন কোথায় হয়েছিল?
A) Vaisali/ বৈশালী
B) Pataliputra/ পাটলিপুত্র
C) Rajgriha/ রাজগৃহ
D) Kasmir/ কাশ্মীর

22) জৈন তীর্থঙ্কর বর্ধমান মহাবীরের স্ত্রীর নাম কি ছিলঃ
A) ত্রিশলা
B) চেলানা
C) যশোধা
D) এদের কেউই নয়

23) বৌদ্ধধর্মের বিশ্বকোষ ‘অভিধামাকোষা’ কার লেখা ছিল
A) বসুবন্ধু
B) নাগার্জুন
C) বুদ্ধঘোষ
D) এদের কেউই নয়

24) জৈন ধর্মের ভক্তগণ বা সিদ্ধপুরুষ গণদেরকে কি বলা হত
A) তীর্থংকর
B) আচার্য
C) উপাধ্যায়
D) মহাব্রত

25) মহাবীরের অনুগামীদের কি বলা হত
A) শ্বেতাম্বর
B) দিগম্বর
C) ব্রক্ষ্মচর্য
D) এদের কোনটি নয়

26) বুদ্ধের পাঁচটি নৈতিক উপদেশ কি নামে পরিচিত?
A) পঞ্চতন্ত্র
B) পঞ্চবাক্য
C) পঞ্চশব্দ
D) পঞ্চশীল

27) কে বৃদ্ধ বয়সে জৈন ধর্ম গ্রহন করেছিলেন
A) অজাতশত্রু
B) বিন্দুসার
C) চন্দ্রগুপ্ত মৈৰ্য
D) ধনানন্দ

28) বুদ্ধ সঙ্গীতি অনুসারে নিম্নের কোন সঠিকভাবে যুক্ত করা হয়নি
A) প্রথম : অজাতশত্রু
B) দ্বিতীয় : কালাশোক
C) তৃতীয় : অশোক
D) চতুর্থ : হর্ষবর্ধন

29) কাশ্যপ মাতঙ্গ কোথায় বুদ্ধ ধর্ম প্রচারে নেতৃত্ব দিয়েছিলেন
A) চীন
B) তিব্বত
C) থাইল্যান্ড
D) ইন্দোনেশিয়া

30) বৌদ্ধদের মধ্যে মহাযান এবং হীনযানের উৎপত্তি কার রাজত্বকালে হয়েছিল ?
A) অশোক
B) কনিষ্ক
C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
D) ধর্মপাল

31) Where did the first jain Council convened? / কোন শহরে প্রথম জৈন সঙ্গীত হয়েছিল
A) Rajgriha/ রাজগীড়
B) vaishali/ বৈশালী
C) Patliputra/ পাটলীপুত্র
D) None of the above/ এগুলির কোনটি নয়

32) বৌদ্ধদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কবে অনুষ্ঠিত হয়
A) বৈশাখী পূর্ণিমা
B) শরৎ পূর্ণিমা
C) ফাল্গুনী পূর্ণিমা
D) এদের কোনটি নয়

33) Lord buddha was born in / বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন ?
A) Lumbini/ লুম্বিনী
B) Vaishali/ বৈশালী
C) Bodh Gaya/ বোধগয়া
D) Pataliputra/ পাটলিপুত্র

34) The famous ruler of ancient India who, towards the end of his life, is said to have converted to Jainism was / প্রাচীন ভারতের কোন বিখ্যাত শাসক তাঁর জীবনের শেষভাগে জৈন ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন
A) Samudragupta/ সমুদ্রগুপ্ত
B) Bindusara/ বিন্দুসর
C) Chandragupta Maurya/ চন্দ্রগুপ্ত মৌর্য
D) Ashoka/ অশোক

35) In India, Jainism spread during the reign of / কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল-
A) Harshavardhana/ হর্ষবর্ধন
B) Chandragupta Maurya/ চন্দ্রগুপ্ত মৌর্য
C) Samudragupta/ সমুদ্রগুপ্ত
D) Chandragupta Vikramaditya/ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য

36) Where did the first Buddhist Council take place / প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল-
A) Ujjain/ উজ্জয়েন
B) Pataliputra/ পাটলিপুত্র
C) Rajgriha/ রাজগৃহ
D) Kasmir/ কাশ্মীরে

37) The distinct line of demarcation between Digambaras and Shvetambaras is about / কোন বিষয়ের উপর মতান্তরের জন্য জৈনধর্মের দিগম্বর ও শ্বেতম্বরের মধ্যে পার্থক্য রয়েছে
A) Existence of god/ ঈশ্বরের অস্তিত্ব
B) Wearing of dress/ পোশাক পরা
C) Doctrine/ মতবাদ
D) Sacred texts/ পবিত্র গ্রন্থে

38) Who, according to Jains, was the founder of Jainism ? / জৈনদের মতে কে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন?
A) Rishabhanatha/ ঋষভনাথ
B) Mahavira/ মহাবীর
C) Tirthankar/ তীর্থঙ্কর
D) Parsvanath/ পার্শ্বনাথ

39) Which of the following is known as the Jain Temple City ? / নিচের কোনটি জৈন মন্দির শহর হিসাবে পরিচিত?
A) Girnar/ গিরনার
B) Rajagriha/ রাজগৃহ
C) Varanasi/ বারাণসী
D) Allahabad/ এলাহাবাদ

40) Buddhism became a world wide religion with the efforts of / কার প্রচেষ্টায় বৌদ্ধধর্ম একটি বিশ্বব্যাপী ধর্মে পরিণত হয়েছিল -
A) Bindusara/ বিন্দুসর
B) Ashoka/ অশোক
C) Kanishka/ কনিষ্ক
D) Harshavardhana/ হর্ষবর্ধন